বান্দরবানের রোয়াংছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব মাহাঃ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চলছে নানা প্রস্তুতি। উপজেলাজুড়ে বিভিন্ন বিহার ও পাড়ায় তরুণ-যুবকেরা ঐতিহ্যবাহী ফানুস তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন।
রোয়াংছড়ি কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদ আয়োজনে চারদিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
০৬ অক্টোবর ২০২৫, সোমবার: সন্ধ্যা ৭টা থেকে ঐতিহ্যবাহী পিঠা উৎসব।
০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার: বিকাল ৩টা থেকে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সন্ধ্যা ৭টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান।
০৮ অক্টোবর ২০২৫, বুধবার: বিকাল ৩টা থেকে ঐতিহ্যবাহী রাথযাত্রা উৎসব ও শাপলা প্রদীপ পূজা।
০৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার: বিকাল ৪টা থেকে ধর্মদেশনা, শ্রবণ ও ফানুস উৎসব।
উৎসবকে ঘিরে ইতোমধ্যেই বিহার চত্বরে তরুণরা রথযাত্রা বিভিন্ন আকার-আকৃতির প্রতীকী কাঠামো এবং ফানুস তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন। উৎসব উদযাপন কমিটির আহবায়ক মেহ্লাঅং মারমা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও হাজার হাজার ভক্ত উপাসক- উপসিকারা এ রথযাত্রা উৎসবে অংশ নেবেন।
উৎসব উদযাপন পরিষদের সদস্য-সচিব অংওয়াই মং মারমা জানান, “এ উৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের শতবর্ষের ঐতিহ্য বহন করে। উৎসবকে ঘিরে রোয়াংছড়ি এখন এক প্রাণবন্ত পরিবেশে সেজে উঠছে।
আরো পড়ুন