1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

রোয়াংছড়ি আষাঢ়ী পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

উমংনু মারমা, নিজস্ব সংবাদদাতা, রোয়াংছড়ি উপজেলা।
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণ এই তিন স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বুধবার (৯ জুলাই) শত শত ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রোয়াংছড়ি উপজেলা কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার- সহ বিভিন্ন বিহার গুলো।

সকাল থেকে রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার,বটলী পাড়া মৈত্রী বৌদ্ধ বিহার , আমতলী বৌদ্ধ বিহার, লিরাওগই পাড়া বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং দান (বৌদ্ধ ভিক্ষু খাবার দান)। বিকালে বুদ্ধ মূর্তি স্মান, সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলনসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এদিকে সকালে বৌদ্ধ বিহারে ধর্মীয় দেশনা ও বিকেলে শীল প্রদান করেন রোয়াংছড়ি উপজেলা কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. পঞঞানন্দ মহাথের।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শীল গ্রহন করেন, বিহারে উপাসক-উপাসিকারা ও দায়ক দায়িকা বৃন্দ।

 

 

আরো পড়ুন  –বান্দরবানে অনিয়ন্ত্রিত পাহাড় কাটায় ধসের সম্ভাবনা বেড়েছে বহুগুণ,ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট