বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, মোঃ মেহেদী হাসান কাউছার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রোয়াংছড়ি উপজেলা বিএনপি, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-রোয়াংছড়ি, বিডি-০৫০৩ কর্মকর্তা, এবং ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
সাক্ষাৎকালে উপস্থিত সকলে নবাগত ইউএনওকে রোয়াংছড়িতে স্বাগত জানান এবং উপজেলা উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। ইউএনও জনাব, মোঃ মেহেদী হাসান কাউছার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, "রোয়াংছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতায় কাজ করতে চাই। আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "জনগণের সেবা নিশ্চিত করতে আমি সর্বদা সচেষ্ট থাকব এবং উন্মুক্ত দরজা নীতিতে কাজ করব, যাতে সাধারণ মানুষ সহজে উপজেলা প্রশাসনের সেবা গ্রহণ করতে পারে।"
সাক্ষাৎকালে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়েও আলোচনা হয়। আগত অতিথিরা ইউএনওর নেতৃত্বে রোয়াংছড়ি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরো পড়ুন -
স্বার্থের বেড়াজালে বান্দরবান পলিটেকনিক ইনস্টিটিউট প্রকল্প বাস্তবায়নে জটিলতা,প্রকল্প বাতিলের শঙ্কা