1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

রোয়াংছড়ি উপজেলা বিএনপি সদস্য নবায়ন ও ফরম বিতরণ

উমংনু মারমা, নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রোয়াংছড়ি ৩নং ওয়ার্ডে দলীয় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন।

শুক্রবার (২২ই আগস্ট) সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ কার্যক্রমের শুরু করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, চনুমং মারমা, সদস্য বান্দরবান জেলা বিএনপি। সভাপতিত্ব করেন জনাব, মাওসেতুং তংঞ্চঙ্গ্যা। সাবেক সাধারণ সম্পাদক রোয়াংছড়ি উপজেলা বিএনপি, সদস্য বান্দরবান জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব, চনুমং মারমা বলেন, দেশ নায়ক তারেক রহমানের আহব্বানে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বিএনপি।

অনুষ্ঠানে সভাপতি, জনাব মাওসেতুং বলেন রোয়াংছড়ি উপজেলা চার ইউনিয়ন বিএনপি নিয়ে আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে, তিনি আরো বলেন সামনে নির্বাচনে বান্দরবান জেলা বিএনপি নেতৃত্বে রোয়াংছড়ি উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। যাতে করে নির্বাচনে সকল নাগরিক নিজের ভোট অধিকার নিশ্চিত করতে পারে।

অনুষ্ঠানে ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নে ৩নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সদস্য নবায়ন ও ফরম বিতরণ কার্যক্রম দিনব্যাপী চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

 

আরো পড়ুন

 

বান্দরবানে ৫ম শ্রেণির শিশু ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে উত্তাল পাহাড়ি,বাঙ্গালী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট