বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ক্যাসাথুই মারমা'র সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ওমর ফারুক জিহাদ।
এসময় তিনি বলেন গৌরব, ঐতিহ্য ও সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ বছর, প্রতিষ্ঠা কাল থেকে গণতন্ত্রের রক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তিনি আরো বলেন সামনে দলীয় সিদ্ধান্তে যেকোনো কার্যক্রম ঐক্যবদ্ধভাবে করে যেতে হবে।।
স্বাগত বক্তা বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইব্রাহিম খলিল বলেন ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দীর্ঘ ৪৫ বছর ধরে গণতন্ত্র মানুষের অধিকার আদায় ও দেশের সার্বভৌমত্ব রক্ষা কাজ করে আসছে আগামী দিনে এই আন্দোলন সংগ্রামে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাবেক যুগ্ন সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, উপজেলা বিএনপি সাবেক অর্থ সম্পাদক সাচিংথুই মারমা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন বাচ্চু।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চার ইউনিয়নে নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরো পড়ুন
বান্দরবানে ফুটবলের বড় আসর সেনা রিজিয়ন কাপ ফুটবল এর সদর উপজেলার উদ্বোধন