1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পাসের হার মাত্র ২২%

উমংনু মারমা, নিজস্ব সংবাদদাতা, রোয়াংছড়ি উপজেলা।
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ২২.৮৯ শতাংশ। বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মহলে এ নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় মোট ১৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে মাত্র ৩৮ জন। তিনটি বিভাগে ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ছিল ৪৫ জন, পাস করেছে ১৪ জন।

মানবিক বিভাগে অংশগ্রহণ করে ১১৫ জন, পাস করেছে মাত্র ২১ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ৬ জন, পাস করেছে ৩ জন।

শিক্ষার্থীদের এমন খারাপ ফলাফলের পেছনে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে পাঠদানের ঘাটতি, শিক্ষার্থীদের অনুপস্থিতি এবং স্থানীয় পর্যায়ে শিক্ষা সম্পর্কে উদাসীনতাসহ একাধিক কারণকে দায়ী করছেন অভিভাবক ও স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় পর্যায়ের শিক্ষক ও শিক্ষাবিদদের মতে, অবিলম্বে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষ ও ল্যাব সুবিধা উন্নয়ন, এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।

রোয়াংছড়ির এই ফলাফল পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার দুর্বলতাকেই স্পষ্ট করে তুলছে। সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে মনে করছেন অভিজ্ঞরা।
রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাধান শিক্ষক জনাব, মোঃ নিজামুদ্দিন সরকার জানান, শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে না আসায় এবং নিয়মিত ক্লাস না করার আর অভিভাবকদের সচেতন না থাকার কারণে, এমনটি অবস্থা হয়েছে।

 

আরো পড়ুন –রাজস্থলী উপজেলাতে  এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট