পাকিস্তানে হামলা চালানোর ঘটনায় প্রতিক্রিয়া জানানোয় ব্যস্ত ভারতের সর্বস্তরের মানুষ। এরই মাঝে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অবশ্য এর আগে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে দেশটির সংবাদমাধ্যমে মৃদু গুঞ্জন চলছিল। মূলত আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজকে কেন্দ্র করে তরুণ কাউকে অধিনায়ক বানাতে চায় বিসিসিআই।এদিকে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক স্টোরিতে টেস্ট ক্যাপের একটি ছবি দিয়েছেন রোহিত। সঙ্গে অবসরের ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা অনেক বড় সম্মানের। বছরের পর বছর আমাকে ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব চালিয়ে যাব।’
রোহিতের অবসরের ঘোষণা বিসিসিআইয়ের নতুন অধিনায়ক খোঁজার পরিকল্পনায় আরও ভালোভাবে এগোনোর সুযোগ করে দিতে পারে। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘নির্বাচকদের চিন্তা-ভাবনার প্রক্রিয়া স্পষ্ট। তারা ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের নতুন নেতৃত্ব চায় এবং অধিনায়ক হিসেবে রোহিত ফিট নন। বিশেষ করে লাল বলের ক্রিকেটে তার ফর্ম উদ্বেগজনক। পরবর্তী (২০২৫-২৭) টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রকে সামনে রেখে নতুন অধিনায়ক নিয়ে আগাতে চায় বিসিসিআই। যা নির্বাচকরা ইতোমধ্যে রোহিতকেও জানিয়েছেন।’