1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

লামায় চাঁদাবাজি করতে গিয়ে তিন যুবক আটক

মোঃ মোরশেদ আলম চৌধুরী, নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

 

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় গভীর রাতে চাঁদাবাজি করতে গিয়ে তিন যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (রাত ১টা ৩০ মিনিটের দিকে) স্থানীয়রা তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা চাঁদাবাজির উদ্দেশ্যে এলাকায় এসেছিল বলে স্বীকার করে।

আটককৃতরা হলো—
১। বোক্য মার্মা (৩৪), পিতা: ছোরি মং মার্মা, সাং: উজুমুখ হেডম্যান পাড়া, বান্দরবান সদর, বান্দরবান।
২। মেনযুক ম্রোং (৩৬), পিতা: মেনওয়াই ম্রোং, সাং: রেফারফাড়ি, ১নং ওয়ার্ড, চৈক্ষং ইউনিয়ন, থানা: আলীকদম।
৩। মংচিং থোয়াই মার্মা (১৮), পিতা: অংথোয়াই প্রু মার্মা, সাং: নিচের নারা ছড়া পাড়া, ৯নং ওয়ার্ড, রায়খালি ইউনিয়ন, থানা: কাপ্তাই, জেলা: রাঙামাটি।

এ ঘটনায় লামা থানায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন।

ওসি আরও জানান, চাঁদাবাজির বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

 

আরো পড়ুন

 

ন্যায্য দাবি আদায়ে লামায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকা সেবা বন্ধ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট