বান্দরবানের লামা উপজেলায়,পৌরসভার লাইনঝিরি আবুল খায়ের টোব্যাকোর ডিপোর অফিস কক্ষে গত ৯ই মে রাত ৩ টায় সঙ্ঘবদ্ধ ডাকাতির ঘটনার সাথে জড়িত আট জন ডাকাত কে গ্রেফতার এবং লুন্ঠিত ২১ লাখ ১৭ হাজার দুইশত টাকা উদ্ধার করেছে লামা থানা পুলিশ।
শনিবার (১৭ই মে) বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৯ই মে লামা পৌরসভার লাইনঝিরি আবুল খায়ের টোব্যাকোর ডিপোর অফিস কক্ষ হতে অজ্ঞাতনামা ১৫/২০ জন সশস্ত্র ডাকাত ১,৭২,৭৫,৬৩৮/- (এক কোটি বাহাত্তর লক্ষ পঁচাত্তর হাজার ছয়শত আটত্রিশ টাকা ( বাদীর এজাহারের বর্ণনামতে ) ডাকাতি করে নিয়ে যায়।
ঘটনার সংবাদ পেয়ে জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাউছার এর নির্দেশে বান্দরবান জেলা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করে।
এসময় জেলা পুলিশ সুপার সহ পুলিশের একাধিক উর্দ্ধতন কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।ডাকাতির ঘটনায় লুন্ঠিত টালা উদ্ধার এবং আসামি সনাক্তে একাধিক টিম গঠন করেন এবং তদন্ত ও অভিযানের বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লামা থানা পুলিশ ও বান্দরবান জেলা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ৮ (আট) জন আসামীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে আভিযানিক টিমসমূহ অভিযান পরিচালনা করে লুন্ঠিত ২১,১৭,২০০/- (একুশ লক্ষ সতের হাজার দুইশত টাকা) উদ্ধার করতে সমর্থ হয়।
এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ১টি বড় হাতুড়ি (হ্যামার), ১টি চাপাতি, ১টি ছুড়ি ও ১টি বোল্ট কাটার(তালা কাটার যন্ত্র) উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মধ্যে ১ জন আসামী আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।