1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

লামায় নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলেনি,উদ্ধারে ডুবরি দল

মোঃ নাজমূল হুদা, লামা সদর প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

 

লামা উপজেলার সদর ইউনিয়নের মাতামুহুরি নদীর, ছোটবমু ঘাটে নদী পারা পার হবার সময় মোঃ শাহজাহান ও মোঃ আলাউদ্দিন  নামে দুইজন নদীতে ডুবে যায়। তাদের মধ্যে ডুবে যাওয়া একজনকে স্হানীয়রা উদ্ধার করলেও অন্য জন এখনো নিখোঁজ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে,স্থানীয়রা জানান নদী পার হবার সময় তাদের দুইজনের মধ্যে মোঃ আলাউদ্দীন কে উদ্ধার করতে পেরেছি তবে মোঃ  শাহাজান নামে একজন এখনো নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শাহাজাহান পেশায় একজন রাজমিস্ত্রী, তিনি কক্সবাজার জেলার রামু,নোয়াপাড়া,উত্তর চাকমারকুল গ্রামের নুর মোহাম্মদ এর পুত্র।

উদ্ধার কৃত ব্যক্তি মোঃ আলা উদ্দিন একই পেশার একই গ্রামের বাসিন্দা,তারা সম্পর্কে মামা ও ভাগিনা বলে স্থানীয়রা জানায়।

এদিকে  শনিবার (১৩ই সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ডুবরি দল কাজ করছে,এর সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার মানিক বড়ুয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা নিখোঁজ ব্যক্তির উদ্ধারে সহায়তা করছি।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে ডুবরি দল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন।নিখোঁজ ব্যাক্তির সন্ধান পেলে জানাবো।

প্রসঙ্গত ২০২৩ সালে একই স্থানে  নদী পারাপারের সময় একজন ক্ষুদ্র-নৃগোষ্ঠী ব্যক্তি ডুবে যাওয়ার ৩ দিন পর মাতামুুহুরী ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

 

আরো পড়ুন

 

সাপমারাঝিরি স্টেশন জামে মসজিদ দানবাক্সের টাকা চুরি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট