বান্দরবান লামার পৌরসভার ছাগল খাইয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বালু জব্দ করেছে প্রশাসন। রবিবার (২০ জুলাই) এই অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান এবং লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অত্র এলাকার স্থানীয় বাসিন্দারা জানায় বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় হতে ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ জহির ছাগল খাইয়া এলাকায় অবৈধভাবে বালু মজুত করে পরিবেশের ব্যাপক ক্ষতি করে আসছিলেন, আসছিলেন।
এর আগেও বেশ কয়েকবার অভিযান চালানো হলেও জহিরের বেপরোয়া বালু উত্তোলন ও মজুদ বন্ধ হয়নি বালু মজুত বন্ধ হয়নি।অভিযান শেষে জব্দকৃত বালু ছাগল খাইয়া মৌজার হেডম্যানের জিম্মায় রাখা হয়েছে।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানান, অবৈধ বালু মজুতের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন –
বান্দরবানের জনসাধারণের কাছে সারজিস আলম’কে ক্ষমা চাইতে হবে নইলে এনসিপি অবাঞ্ছিত