1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

লামার সরই লম্বাখোলাতে দোকান চুরি

নাজমূল হুদা,লামা।
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

বান্দবানের লামা উপজেলা সরই ইউনিয়নের লম্বাখোলা (রহমতখোলা) এলাকায় (৭ নং ওয়ার্ড) এ গতরাতে একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কোন এক সময়ে চোরের দল দোকানে অবৈধভাবে প্রবেশ করে ক্যাশ ভেঙ্গে প্রায় সাড়ে তিন হাজার টাকাসহ রক্ষিত বিভিন্ন ধরনের সিগারেটের বান্ডেল, কোমল পানীয়,বিস্কুটসহ কয়েক রকমের মালামাল চুরি করে নিয়ে যায়৷ দুইটি বড় ব্যাটারি চুরি হয়েছিল।

এগুলো অনেক খুজাঁখুজির পর পেছনে দুরে পরিত্যক্ত পানির ডুবায় পাওয়া যায়। এতে করে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ি নুরু মিয়ার প্রায় ১৭ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয় বলে সরেজমিনে জানান ভুক্তভোগী।

স্থানীয় বাসিন্দা খালেক, মিলন, সুরুজ, আনোয়ার,আয়েশা বেগমসহ অনেকে জানান, আমাদের এলাকায় এখন চুরিসহ অনেক ধরনের কর্মকান্ড ঘটছে৷ গতরাতে নুরুর দোকান চুরি হয়। কিছু দিন আগেও এখানে অরেকটি দোকানসহ কয়েকটি স্থানে, ব্যাটারি, মুরগি চুরি হয়েছিল। পাশাপাশি এলাকার কিছু যুব সমাজ মাদকাসক্তসহ নানা অপরাধ সম্পৃক্ত হচ্ছে। এগুলো বন্ধ করা জরুরি বলে মনে করছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাবেক ইউপি মেম্বার আশ্রাব আলী জানান,দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ি নুরুর দোকান চুরির ঘটনাসহ বারবার হচ্ছে। কে বা কারা এ সমস্ত অপরাধ করছে এর সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের ধরে আইনের আওতায় আনা জরুরি।

 

আরো পড়ুন

 

১লা অক্টোবর থেকে খুলছে না বান্দরবানের কেওক্রাডং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট