বান্দরবান পার্বত্য ছাত্র পরিষদের উদ্যোগে আলীকদম উপজেলায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত (১৭ই সেপ্টেম্বর) বুধবার বিকেলে উপজেলা হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০০ জন শিক্ষার্থীর হাতে খাতা, স্কেল ও কলম তুলে দেওয়া হয়।
শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা, আলীকদম উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম রাজু,এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঞ্জরুল হক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মো. হাবিব আল মাহমুদ, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখা। বিশেষ অতিথি ছিলেন মো. রফিকুল ইসলাম,জেলা যুগ্ম সাধারণ সম্পাদক, আবু সিদ্দিক প্রভাষক, আলীকদম কলেজ
এবং মো. আরফাতুল ইসলাম, ছাত্র প্রতিনিধি, আলীকদম উপজেলা।
শিক্ষা সামগ্রী বিতরণকালে ইউএনও মো. মঞ্জরুল হক বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার। অনেক শিক্ষার্থী পড়াশোনার প্রতি আগ্রহ ও স্বপ্ন থাকা সত্ত্বেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝরে পড়ে। তাই এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও বলেন, এ কার্যক্রম প্রতিবছরই অব্যাহত থাকবে এবং সকলকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি হাবিব আল মাহমুদ বলেন, “প্রতিটি শিক্ষার্থীর সুখ-দুঃখে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সবসময় পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরমান হোসেন, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা, লামা উপজেলা শাখা।
আরো পড়ুন
নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার ফাজিল ও আলিম ক্লাসের উদ্বোধন