বান্দরবান পার্বত্য জেলা ভৌগোলিক পরিবেশের কারণে অন্যান্য জেলার চেয়ে ব্যতিক্রম।
সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এই অঞ্চলের নিরাপত্তার চ্যালেঞ্জটাও অনেক বেশি রয়েছে। আমরা সবাই মিলে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবো।
বুধবার (১লা অক্টোবর) সকালে জেলা শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন বান্দরবান র্যাব- ১৫, সিপিসি- ৩ এর নবাগত কোম্পানী কমান্ডার মেজর মো: নাজমুল ইসলাম।
এসময় তিনি বলেন, র্যাব মাদক দ্রব্য প্রতিরোধ,সন্ত্রাসী ও চাঁদাবাজী,অবৈধ অস্ত্র উদ্ধার সহ সামাজিক নানা ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
তিনি এ ধরনের কার্যক্রম আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় বান্দরবান প্রেসক্লাব এর সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাবেক সাধারণ সম্পাদক, মিনারুল হক,বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,এন.এ জাকির সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন