1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

সাংবাদিকরা নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করুন রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে নয়-এনসিপি বান্দরবান

মোঃ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

 

বর্তমান সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার চেয়ে অপ-সাংবাদিকতা বেশি হচ্ছে,যার কারনে মুস্টিমেয় সাংবাদিকরা রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে ভিন্নমতের রাজনৈতিক দলের সম্মান হানি করছে।

বুধবার(২৫শে জুন) সকালে জেলার একটি রেস্টুরেন্টে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে সাংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মোঃ শহিদুর রহমান সোহেল এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বিবৃতিতে বলেন ।

সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি, কিছু সাংবাদিক অনৈতিক সুযোগ গ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ অবলম্বন করছেন এবং উদ্দেশ্যমূলকভাবে অন্য রাজনৈতিক দলের নেতাদের হেয় প্রতিপন্ন করার কাজে লিপ্ত হচ্ছেন। এটি অত্যন্ত দুঃখজনক ও গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতার জন্য হুমকিস্বরূপ।

সাংবাদিক সমাজ আমাদের সমাজের দর্পণ। তারা হলেন জাতির বিবেক। তাদের কাজ ও আচরণে সেই মর্যাদা ও দায়িত্ববোধ প্রতিফলিত হওয়া উচিত। কিন্তু আমরা দেখছি, ভবিষ্যতের কিছু সাংবাদিক বর্তমানে এমন কর্মকাণ্ডে জড়িত, যা কোনোভাবেই একজন নৈতিক সাংবাদিকের পরিচায়ক নয়।

আমরা নতুন একটি রাজনৈতিক দল হিসেবে রাজনীতির ময়দানে প্রবেশ করেছি। আমাদের পথচলা এখনো শুরু পর্যায়ে। আমরা কারও বিরুদ্ধে নয়, বরং সকলের সহযাত্রায় একটি শান্তিপূর্ণ, উন্নত ও কল্যাণমুখী সমাজ গড়ার স্বপ্ন দেখি।

আমরা দৃঢ়ভাবে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই— অনুগ্রহ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে অন্যের সম্মানহানি করবেন না।

এটি আমাদের পক্ষ থেকে একটি বিনীত অনুরোধ এবং একই সাথে একটি মানবিক আবেদন— আমাদের শুনুন, আমাদের সহায় হোন। আসুন, আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা যুগ্ম সমন্বয়ক,আ ছা ই ম সায়েম হোসেন,কেন্দ্রীয় সংগঠক, জাতীয় যুব শক্তি, এনসিপি,মো: আমানুল্লাহ। এছাড়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

 

 

আরো পড়ুন  –অশ্রেনীভুক্ত বনাঞ্চল পাড়া বন সংরক্ষণে প্রচলিত আইন ও বিধিমালা এবং বন্যপ্রানী সম্পর্কে সচেতনতা মূলক সভা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট