1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

স্বামী আছে তাও পাচ্ছে বিধবা ভাতা,৬০ বছরেও পায় নি বয়স্ক ভাতা

মোহাম্মদ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

 

স্বামী বেচে থাকার পরেও বিধবা ভাতা পেতে পারলে আমি বিধবা হয়েও ২ বছরেও কোনদিন এই ভাতা পেলাম না,চেয়ারম্যান,মেম্বার দের কথা রাখতে পারি নি বলেই এই ভাতা পাই না।আবেগময় কন্ঠে এই কথা গুলো বলছিলেন ৪নং সুয়ালক ইউপির ১নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সুমি আক্তার।

৬০ বছর বয়স পেরিয়ে গেলেও ইউপি চেয়ারম্যান,মেম্বারদের কাছে বার বার ধরনা দিয়েও বয়স্কভাতা পাই না,আমি কি এই ভাতা পাবোনা?এই প্রশ্ন ১নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা চিংমাইনু তঞ্চঙ্গ্যার।

ভিজিডি চাউল,মাতৃত্বকালীন ভাতা,দুগ্ধ ভাতা,সরকারি ঘর নিজেদের নামে বরাদ্দ হওয়ার পরেও দীর্ঘদিন ধরে তা বুঝিয়ে না দেয়া,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে,বান্দরবানের ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, ১ ও ২ নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন ও আবদুল সফুর বিরুদ্ধে।

বুধবার(১৭ই সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারের সদস্য, ও এলাকার স্থানীয় জনসাধারন বান্দরবান ৪নং সুয়াল ইউপি চেয়ারম্যান ও ১,২ নং ওয়ার্ড মেম্বারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

অভিযোগের মধ্যে সুবিধাভোগীদের প্রাপ্য সুবিধা প্রদানে স্বজনপ্রীতি,টাকার বিনিময়ে সুবিধা দেয়া,মূল সুবিধাভোগীদের সুবিধা প্রদান না করে,চেয়ারম্যান, মেম্বারদের পছন্দের মানুষকে সুবিধা পাইয়ে দেয়া,মাতৃভাতা কার্ড সুবিধাভোগীদের না দেয়া,দুগ্ধভাতা না দেয়া,বয়স্ক ভাতা প্রদানে অনিয়ম,স্বামী থাকার পরেও বিধবা ভাতা প্রদান সহ,মূল গরীব জনসাধারণ কে ভিজিডি,ভিজিএফ এর চাউল বিতরণ না করে,অনিয়মের মাধ্যমে ইউপির অর্থ আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগ করেন স্থানীয় জনসাধারণ।

মানববন্ধনে অনতিবিলম্বে ৪নং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা,১নং ওয়ার্ড মেম্বার, মোঃ আবদুস সফুর,২ নং ওয়ার্ড মেম্বার মোঃ জসিম উদ্দীন এর অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের ব্যাবস্থা গ্রহণের জন্য বান্দরবান জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের নিকট দাবী জানান।

 

আরো পড়ুন

 

রোয়াংছড়িতে নিহত নিখোঁজ  টমটম চালকের লাশ উদ্ধার 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট