বান্দরবানে সূর্যমুখী শিশু কিশোর সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হলো সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বাছাই পর্ব।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে এই আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখা চর্চাকে উৎসাহিত করা এবং সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো।
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সূর্যমুখী শিশু কিশোর সংগঠনের সভাপতি মোহাম্মদ তারেকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যশৈসিং মার্মা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রাহুল দাশ, মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সৃজনশীল মেধা বিকাশে সূর্যমুখীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বান্দরবানের শিশুদের জন্য এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে। আশা করি এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ তারেকুর রহমান জানান, ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রতিযোগিতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আরো পড়ুন