1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

৬ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবো – কাজী মজিবুর রহমান 

মোহাম্মদ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

পার্বত্য জেলা বান্দরবানের ভূমি ব্যাবস্থাপনা আইন বাংলাদেশের ৬১টি জেলার সাথে মিল রেখে আইন বাস্তবায়ন, বাজার ফান্ড এর লিজের মেয়াদ ১০ বছর থেকে উন্নিত করে ৯৯ বছর করা,ব্যাংক ঋন চালু এবং বাধ্যতামূলক রাজার সার্টিফিকেট বাতিল সহ ৬টি দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার (২৬শে আগস্ট) সকাল ১১ টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেইট সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
এসময় সংগঠনের চেয়ারম্যান কাজী মজিবর রহমান অভিযোগ করে বলেন জেলা প্রশাসক জেলার সরকারের প্রতিনিধি, আমাদের যৌক্তিক দাবী সমূহ সরকারের কাছে তুলে ধরার দায়িত্ব আপনার।তিনি বলেন তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক গন নাগরিকদের স্থানীয় বাসিন্দা সনদ পত্র দিতে পারে না।কাজী মজিবুর রহমান বলেন জনগণের প্রয়োজনে আইন,১৭৭ সালে বান্দরবান বাজার আগুনে পুড়ে যাওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বান্দরবান এসেছিলেন এবং সাথে করে হাউজ বিল্ডিং ফাইন্যান্স এর কর্মকর্তাদের নিয়ে এসেছিলেন,আগুনে পুড়ে যাওয়া বাজারের ব্যাবসায়িদের তিনি লোনের ব্যাবস্থা করে দিয়েছিলেন।এটা তখন জনগণের প্রয়োজন ছিলো।
তিনি বলেন বাঙ্গালীরা শুধু জেলার ৭ টি উপজেলার সদর এলাকায় বসবাস করতে পারে পাহাড়ের দুর্গম এলাকায় বসবাস করতে পারে না,সেখানে বসবাস করতে গেলে তাদের জীবনের ঝুঁকি আর নিরাপত্তাহীনতায় থাকতে হয়।
এসময় তিনি পাহাড়ে বাঙ্গালী নিপিড়নের কথা তুলে ধরে বলেন তিন পার্বত্য জেলায় সকল মৌজা হেডম্যান পাহাড়ি,জেলা পরিষদের চেয়ারম্যান, পাহাড়ি,পার্বত্য উপদেষ্টাও পাহাড়ি তাহলে পাহাড়িরা কিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হলো!এখানে বাঙ্গালীদের উপর নিস্পেষন চালানো হচ্ছে।
এসময় তিনি পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলের বসবাসকারী জনসাধারণের নিরাপত্তায় সেনা ক্যাম্প স্থাপনের গুরুত্ব তুলে ধরেন।
এবং অনতিবিলম্বে জনগণের স্বার্থে দাবী গুলো বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ জানান।
এছাড়া দাবী মানা না হলে অচিরেই দাবী আদায়ে কঠোর আন্দোলনে যাওয়ার ডাক দেন এই নেতা।
এসময় আরো বক্তব্য রাখেন পার্বত্য বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন, নাগরিক পরিষদের সহ-সভাপতি মো. আলম, সমন্বয়ক আসিফ মাহমুদ, নাগরিক পরিষদের নেতা মো. এরশাদ প্রমুখ।

 

 

আরো পড়ুন

 

বান্দরবানে ফুটবল উন্মাদনা: সেনা ও সিভিল সমন্বয়ে রিজিয়ন কাপ ফাইনাল ২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট