1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে – অধ্যাপক থানজামা লুসাই

মোহাম্মদ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ও সর্ববৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দূর্গা পূজা উৎসব উদযাপন পরিষদের মাঝে অনুদানের চেক ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের সভাকক্ষে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭টি উপজেলার ৩২টি পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত মোট ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, পরিষদের সদস্য মো. আবুল কালাম, মো. নাছির উদ্দিনসহ শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু এবং বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, “শারদীয় দুর্গোৎসবকে আরও জাঁকজমক ও আনন্দমুখর করতে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। পূজা চলাকালীন নিরাপত্তা জোরদার করা হবে এবং পূজায় আগত ভক্তরা যেন নির্বিঘ্নে অংশ নিতে পারেন তা নিশ্চিত করা হবে।
আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে শুরু হবে পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব।

পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। আয়োজকরা আশা করছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে অংশগ্রহণ করবে।

 

 

আরো পড়ুন

 

বাজার চৌধুরী আবুল হোসেন এর অপসারণ ও বিচারের দাবীতে বান্দরবানে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট