বান্দরবানের থানচি উপজেলার ২ নং তিন্দু ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নেপিউ পাড়া হতে পুরাতন লিত্রি কাঁচা রোড এর থোয়াইউখই খিয়াং এর জুম ক্ষেতের সীমানার নিকটবর্তী পাথরের নালার উপর মংখ্যয় পাড়ার পার্শ্ববর্তী গহীন পাহাড়ে চিংম্রা খিয়াং নামে একজন নারীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
ভিক্টিমের আত্মীয় স্বজনরা লাশটি সুমন খেয়াং এর স্ত্রীর বলে সনাক্ত করে।গত সোমবার (৫মে) স্থানীয় লোকজন থানচি থানার পুলিশকে বিষয়টি জানালে থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে উপজেলা সদর হতে প্রায় ৩৮ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ী এলাকায় ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করেন।
এ বিষয়ে তিন্দু চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা জানান এলাকাটি দূর্গম ও নেটওয়ার্ক সমস্যা থাকায় খবর নিতে দেরি হচ্ছে পুলিশের সাথে আমরা ঘটনাস্থলে গিয়েছি।
স্থানীয়দের দেয়া তথ্য মতে প্রাথমিকভাবে জানা যায় নিহত চিংম্রা খিয়াং গত মঙ্গলবার সকালে নিজ বাড়ি হতে তার জুমক্ষেতে ধান রোপন করতে যায়। দুপুরে বাড়িতে ফেরার কথা থাকলেও ভিকটিম যথাসময়ে না ফেরায় তার স্বামীসহ পাড়ার লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বিকাল অনুমান ৪ টায় ঘটনাস্থল থোয়াইউখই খিয়াং এর জুম ক্ষেতের নিচে পাথরের নালার উপর তার লাশ পাওয়া যায়,তার মাথা ও মুখমণ্ডলের বিভিন্ন স্থানে জখম ও ক্ষত চিহ্ন দেখা যায়।
পরে পুলিশ ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করে নারী পুলিশ কনস্টেবল এবং ভিকটিমের শাশুড়ির উপস্থিতিতে থানচি থানার পুলিশ ভিকটিমের মৃতদেহের সুরতহাল পরিক্ষা করে। পরে মৃতদেহের পোস্ট মর্টেমের জন্য পুলিশ স্কটের মাধ্যমে মৃতদেহটি বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।এদিকে খিয়াং নারীর মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ভিকটিমের মৃত্যুর ঘটনায় তার স্বামী বাদী হয়ে মামলা রুজু করেছে এবং জেলা পুলিশ সুপার মামলাটি নিজেই তদারকি করছেন।এদিকে ভিকটিমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবে বিভ্রান্ত না হয়ে ভিকটিমের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন বান্দরবান পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাউছার।