1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

সেলিব্রিটি ক্রিকেট লিগে হচ্ছে কী

অনলাইন বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

কেউ করছেন টিকটক, কেউবা সাক্ষাৎকার দিচ্ছেন টিভিতে। ফেসবুক লাইভে আশপাশের পরিবেশ দেখাচ্ছেন কেউ কেউ। মঙ্গলবার সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফির (সিসিটি) ভেন্যুতে এসে এমন চিত্রই প্রথম চোখে পড়ে। ৫ মে থেকে জমেছে দেশের বিনোদন তারকাদের মিলনমেলা, যা শেষ হবে ১৩ মে।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে এদিন মাঠে নামে জেভিকো কিংস ও গিগাবাইট টাইটানস। দুই দলের হয়ে এদিন তারকাদের মধ্যে সিয়াম আহমেদ, আরিফিন রুমি, জোহাদ রেজা, জিয়াউল রোশান, রাশেদ সীমান্ত, সাঞ্জু জন, পার্থ শেখ, সাইদুর রহমান পাভেল, রাফসান সাবাবরা। নারী তারকাদের মধ্যে আফসান আরা বিন্দু, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদসহ ছোট পর্দা ও র‌্যাম্পের অনেকেই উপস্থিত ছিলেন।২০ ওভারের ম্যাচ হয়েছে দুই ভাগে। নারী তারকারা ২ ওভার খেলেছেন। বাকি ১৮ ওভার নির্ধারিত ছিল পুরুষ তারকাদের। নারীদের ম্যাচ তেমন না জমলেও দর্শকদের বিনোদন দিয়েছে। পুরুষ তারকারাও প্যাভিলিয়ন থেকে তাঁদের উৎসাহ জুগিয়েছেন। তবে পুরুষদের ম্যাচ হয়েছে বেশ উত্তেজনাপূর্ণ। নারী ও পুরুষ—উভয় ম্যাচে জয় পেয়েছে গিগাবাইট টাইটানস। নারী দল জেভিকো কিংসকে হারিয়েছে ১০ উইকেটে। আর পুরুষ তারকারা ৫ উইকেটের জয় পেয়েছেন। ম্যাচে সর্বোচ্চ রান ও উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন অভিনেতা পাভেল।
পুরো ম্যাচে একাধিক তারকার খেলা দর্শকের চোখে আরাম দিয়েছে। তাঁদের একেকটা শট, ফিল্ডিং ও বোলিং–দক্ষতায় মনে হয়নি তাঁরা পেশাদার ক্রিকেটারদের চেয়ে পিছিয়ে আছেন। এদিন জেভিকো কিংসের হয়ে সর্বোচ্চ রান আসে চিত্রনায়ক জিয়াউল রোশানের ব্যাট থেকে। ব্যক্তিগত ৩৮ বলে ৩৭ রানের ইনিংসে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট খেলেন তিনি। ৪ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে ২টি উইকেটও তিনি সংগ্রহ করেন। টাইটানসের হয়ে পাভেল ১৭ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন, বোলিং করতে এসে নিয়েছেন ২টি উইকেট।গিগাবাইট টাইটানসের পক্ষে এদিন না খেললেও মাঠে সমর্থন জুগিয়েছেন শরীফুল রাজ। টুর্নামেন্ট নিয়ে কোনো কথা বলতে চাননি রাজ, শুধু খেলা উপভোগ করতেই এখানে এসেছেন বলে জানান তিনি। দুই দলের খেলা সম্পর্কে ধারণা নিতে মাঠে এসেছিলেন স্বপ্নধরা স্পার্টানসের খেলোয়াড় চিত্রনায়ক জয় চৌধুরী। কথা হয় তাঁর সঙ্গে। এবারের আয়োজনকে এখন পর্যন্ত বেশ গোছানো মনে হয়েছে তাঁর। প্রথম আলোকে তিনি বলেন, ‘আগে আমাদের আরেকটা টুর্নামেন্ট হয়েছিল, সেখানে অনেক ভুলত্রুটি ছিল। কিন্তু এবারের আয়োজনটা বেশ গোছানো। নিরাপত্তা থেকে ম্যানেজমেন্ট—সবই বেশ ভালো। আমরা সবাই মিলে তো একটা পরিবার, এ ধরনের আয়োজনে নিজেদের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হয়।’আয়োজন নিয়ে তারকারা সন্তুষ্ট হলেও বেশ কিছু বিষয়ে তাঁরা এনেছেন অভিযোগ। নাম প্রকাশ না করার শর্তে এক অভিনেতা প্রথম আলোকে বলেন, ‘পরিচিত সংবাদমাধ্যমের সঙ্গে এবার অনেক ইউটিউবার ও ফেসবুক পেজের স্বত্বাধিকারী মাঠে ঢোকার অনুমতি পেয়েছেন। ম্যাচের মুহূর্ত বাদ দিয়ে তাঁরা প্যাভিলিয়নে তারকাদের পোশাক পরিবর্তন থেকে শুরু করে ব্যক্তিগত বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দী করছেন। নারী তারকাদের মাঠে নামার প্রস্তুতির ভিডিও তাঁরা এমনভাবে তুলে ধরছেন, যা কোনোভাবেই কাম্য নয়। আশা করি, আয়োজকেরা বিষয়গুলো দেখবেন। ব্যক্তিগত এসব প্ল্যাটফর্মের অনুমতির ব্যাপারে আয়োজকেরা আরও কঠোর হবেন।’
একজন নারী তারকা প্রথম আলোকে বলেন, ‘উদ্ভটভাবে ভিডিও ধারণ এবং তার সঙ্গে আজেবাজে ক্যাপশন জুড়ে দিয়ে ভিউর আশায় সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ভিডিও আপলোড করা হয়। এসবের কারণে বিব্রত হতে হয়। তাই খেলতে গিয়ে নিজেদের মধ্যেও একটা ভয় কাজ করছে।’
উল্লেখ্য, টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস, স্বপ্নধরা স্পার্টানস—চারটি টিম নিয়ে ১৩ মে পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। চার টিমের মেন্টর হিসেবে আছেন মোস্তফা কামাল রাজ, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু ও প্রবীর রায় চৌধুরী।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।