1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

রাজস্থলী উপজেলা কারিতাসের ত্যাগ ও সেবা অভিযান সম্পন্ন

উচ্চ প্রু মারমা, নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা “কারিতাস”- চন্দনাইশ কার্যালয়ে “এসো, বিশ্বাস ও আশায় একসাথে যাত্রা করি” শ্লোগান নিয়ে ত্যাগ ও সেবা অভিযান-২০২৫ উপলক্ষ্যে এক অনুষ্ঠান ১৮ মে বুধবার অনুষ্ঠিত হয়।

মো. মামুন সিকদার, মাঠ কর্মকর্তা, সিপিপি পিএইপি ২, কারিতাস, সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন ,কুক্যাছড়ি পাড়া পাষ্টার পাইথুইঅং খিয়াং,রাজস্থলী।  ধর্মরক্ষিত ভান্তে, ভান্তে, কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহার,রাজস্থলী বাজার। জয় চক্রবর্তী, সহকারী পুরহিত, হরি মন্দির,রাজস্থলী।
এতে আরো উপস্থিত ছিলেন, রতন দেব, ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক, রাজস্থলী আবদুল আজিজ, উপজেলা সমাজ সেবা অফিস, রাজস্থলী। এনজিও প্রতিনিধি,সংস্থার মাঠ সহায়ক গণ ও বিভিন্ন পাড়া হতে উপকারভোগীগণ।

বক্তরা বলেন,সকলে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কল্যানে  ত্যাগ ও সেবা কাজে সম্পৃক্ত হয়ে  ক্ষুূধা ও দারিদ্র মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে আহব্বান জানান।

ত্যাগ ও সেবা কাজ সম্পর্কে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সচেতন করা এবং দেশের দরিদ্র, দুঃস্থ ও বঞ্চিত প্রতিবেশী ভাইবোনদের জন্য দান করতে সকলকে অনুপ্রাণিত করার লক্ষ্যে কারিতাস বাংলাদেশ প্রতি বছর ত্যাগ ও সেবা অভিযান পরিচালনা করছে। ত্যাগ ও সেবা অভিযান ২০২৫ উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট