1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

বান্দরবান জেলা ফার্নিচার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন,সভাপতি,ফরিদুল আলম,সাঃসম্পাদক,আবু কাশেম

মোঃ আরিফ, নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর বান্দরবান জেলা ফার্নিচার ব্যবসায় কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ২ জন, সহ-সভাপতি ৩ জন, সাধারণ সম্পাদক ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন ও কোষাধক্ষ্য ৪ জন—মোট ৫টি পদে ১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। আজ সোমবার ১৯ মে ২০২৫ ইং সকাল ১০.০০টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হয় ।

নির্বাচনে ফরিদুল আলম ৮৯ ভোট ভোট পেয়ে সভাপতি,আব্দুল করিম ৭৩ ভোট পেয়ে সহ-সভাপতি,আবু কাশেম ৮৪ ভোট পেয়ে, সাধারণ সম্পাদক, আবুল হাসেম ৭৬ ভোট পেয়ে,যুগ্ম সাধারণ সম্পাদ আব্দুল্লাহ আল মামুন ৬৪ ভোট পেয়ে, কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন।

সমিতির আহ্বায়ক মোরশেদ আলম জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সমিতির কার্যক্রম নানা জটিলতার শিকার ছিল। তিনি বলেন, “সকলের সহযোগিতায় একটি সুন্দর, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি বান্দরবানের ফার্নিচার ব্যবসায়ীদের আরও ঐক্যবদ্ধ ও অগ্রগতিতে সহায়ক হবে।”

তিনি আরও যোগ করেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে, যা সফল হয়েছে। সমিতির সকল সদস্য, প্রার্থী, সমাজসেবা অফিস, বান্দরবান থানা, মিডিয়া কর্মীবৃন্দ, রোয়াংছড়ি স্টেশন কর্তৃপক্ষসহ যারা সহযোগিতা করেছেন—তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন ।

 

 

 

রাজস্থলী উপজেলা কারিতাসের ত্যাগ ও সেবা অভিযান সম্পন্ন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট