1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

ডিজিটাল ভূমিসেবা গ্রহণের জন্য আমন্ত্রণ- লামায় তিনদিন ব্যাপী ভূমি মেলা

মোঃ মোরশেদ আলম, নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে সামনে রেখে জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে বান্দরবানের লামায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি মেলা।

রবিবার (২৫ মে) সকালে লামা উপজেলা ভূমি অফিস চত্বরে  মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন  লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

এদিন সকাল ১০ টায় মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  লামা উপজেলা বিএনপি একাংশের সভাপতি আবদুর রব ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান শারাবান তুহুরা ত্রিপুরা, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ছাগলখাইয়া মৌজার হেডম্যান সহ প্রমূখ।

অতিথিরা বলেন, মেলার প্রধান আকর্ষণসমূহ হলো, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিক ভাবে তা সরবরাহ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, জরিপ কার্যক্রম বিষয়ক সেবা, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর।

অংশগ্রহণকারী দপ্তরসমূহের সিটিজেন চার্টার অনুযায়ী কার্যক্রম উপস্থাপন, সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন।

এছাড়া সকল নাগরিককে ভূমি মেলায় অংশগ্রহণ করে আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা গ্রহণের সুযোগ পাবেন।

ভূমিসেবা প্রদান, ই-নামজারীর আবেদনসহ অন্যান্য সেবা প্রদান করা হয়।

উদ্বোধন-পরবর্তী বিশিষ্ট ব্যক্তিবর্গ,সাংবাদিক, সমাজকর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, সেবাগ্রহীতা, তথা সাধারণ নাগরিকগণের অংশগ্রহণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট