1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

লামার ফাসিয়াখালীতে ইয়াবা সেবনের অভিযোগে ৩ জনকে কারাদণ্ড.

মোঃ মোরশেদ আলম চৌধুরী, নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

বান্দরবানের লামায় ইয়াবা সেবন ও জনবিরক্তিকর আচরণের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ জুন ) দুপুরে লামার ফাঁসিয়াখালী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন ,আটককৃতদের মধ্যে একজনকে ১০ দিনের এবং অপর দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনশৃংখলা বজায় রাখা এবং মাদকের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট