1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

লামায় বন্যহাতির আক্রমণে শ্রমিকে বাড়ি ক্ষতিগ্রস্ত

মোঃ মোরশেদ আলম চৌধুরী, নিজস্ব সংবাদদাতা, লামা।
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

বান্দরবান জেলার লামা উপজেলায় ফাসিয়াখালী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আব্দুল মজিদ বলেন আমার এক লক্ষ টাকা ক্ষতি হয়েছে শ্রমিক আব্দুল মজিদ এর বাড়ি ক্ষতিগ্রস্তকরেছে রবিবার দিবাগত রাত দুটায় বন হাতি তাণ্ডব চালায়।

সূত্র জানায়, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ায় বন্যহাতির পাল লোকালয়ে খাবারের সন্ধানে প্রায় হানা দিচ্ছে। ২৯/০৬/২০২৫ ইং রবিবার দিবাগত রাত দুটা গহিন পাহাড় থেকে একদল বন্যহাতি অংশারঝিরি এলাকায় আব্দুল মজিদের বাড়িতে তাণ্ডব চালাই।
পরে এলাকাবাসীর খবর পেয়ে এলাকার লোকজন তিনটি ট্রাক গাড়ির লাইট জ্বালিয়ে দিয়ে হাতিগুলোকে ভয় দেখিয়ে বাগানের দিকে তাড়িয়ে দেয়।হাতি তারাইতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে দুইজন আহত হয় ১/মোঃ সাহাব উদ্দিন ড্রাইভার বলেন প্রতিদিন রাতে বোন হাতে আমাদের এলাকার বাড়িঘর ভাঙচুর করে এলাকার মানুষ আতঙ্কে বসবাস করতেছি সকাল ৭ টা ৮ টা পর্যন্ত লোকালয় হাতি থেকে যায় আমাদের দাবি প্রশাসনের কাছে। এটি দ্রুত সমাধান করা না গেলে বড় ধরনের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।
২/ মোহাম্মদ গিয়াস উদ্দিন তাদের দুজনকে গুলিস্তান বাজার প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তারা এখন সুস্থ আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাসিয়াখালী ইউপি সদস্য মোঃহেলাল উদ্দিন বলেন, হাতিগুলো প্রথমে বাড়ি ঘেরাও করে ফেলে। বিশেষ করে ঘরের দরজা জানালার পাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকে। পরে ঘর ভাঙা শুরু করে। ঘরে থাকা ধান চাল খেয়ে ফেলে। রাত জেগে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে বাড়িঘর পাহারা দিয়েও হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। হাতিগুলো এখনো ওই এলাকায় অবস্থান করছে বলেও জানান তিনি।৬দিন আগে হায়দারনাশী সাহাদের বাড়িতে আক্রমণ চালিয়ে বাড়ির বারান্দা ভেঙ্গে ফেলে। ক্ষতিগ্রস্তকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া দেয়ার জন্য সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে।

লামা বন বিভাগের কর্মকর্তা একেএম আতা এলাহী জানান, এই বিষয়ে আমি এখন দায়িত্ব প্রাপ্ত না আমার খবর পাই বা না পাইলো আমি কিছু বলতে পারব না

E R T কমিটির সহ-সভাপতি মোঃ ফরিদ বলেন হাতির আক্রমণে আব্দুল মজিদ নামে এক শ্রমিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়েছি। পাহাড়ে খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে।

 

 

আরো পড়ুন –বান্দরবানে রাতের অন্ধকারে পাহাড় খেকোদের দৌরাত্ম, সাংবাদিকের ওপর হামলা আটক এক জন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট