বান্দরবানে জনপ্রিয় চ্যানেল এনটিভি’র ২২ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তেইশ বছরে পদার্পণ উপলক্ষে বান্দরবানে স্পাইসি ডাইন রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বর্ষপূর্তির কেক কাটেন প্রধান অতিথি বান্দরবান পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সচিব তারুণ্যের নেতা মো: জাবেদ রেজা।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার, ক্রীড়া ব্যক্তিত্ব মাহফুজুর রশীদ বাচ্চু, এপেক্স সিয়ান শাহাদাত হোসেন জনি, সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আলাউদ্দীন শাহরিয়ার, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ, এপেক্স সিয়ান সাজ্জাদ হোসেন শাহীন, বিশিষ্ট ঠিকাদার নূরুল ইসলাম’সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজা বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে এনটিভি আজ তেইশ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গণমানুষের আস্থা অর্জন করেছে চ্যানেলটি। মানসম্মত নাটক, বিনোদন, টকশো ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দর্শকপ্রিয় টিভি চ্যানেল হয়ে উঠেছে। এনটিভি মানেই গোটা বাংলাদেশ।
সময়ের সাথে আগামীর পথে স্লোগানে এনটিভি এগিয়ে যাবে শতবছর। বর্ষপূর্তির এই আয়োজনে এনটিভির সঙ্গে সংশ্লিষ্টদের জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। সবসময় শুভ কামনা রইলো এনটিভির জন্য।
জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার বলেন, বিগত সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য এনটিভির গণমাধ্যমকর্মীদের নির্যাতন, মামলা-হামলা এবং দেশত্যাগও করতে হয়েছে। সময় বদলেছে সুদিন ফিরেছে গণমাধ্যমের। সংবাদে বস্তুনিষ্ঠতার ধারাবাহিকতা ধরে রেখে এনটিভি নিজস্ব সক্রিয়তায় এগিয়ে যাবে আরও অনেকদূর।
ক্রীড়া ব্যক্তিত্ব মাহফুজুর রশীদ বাচ্চু বলেন, এনটিভি শুধুমাত্র একটি টিভি চ্যানেল নয়, ঝকঝকে স্ক্রিনে এনটিভি হলো গোটা বাংলাদেশের প্রতিচ্ছবি।
স্থানীয় করেসপন্ডেন্ট আলাউদ্দীন শাহরিয়ারও চমকপ্রদ ও অনিয়ম-দুর্নীতির তথ্যনির্ভর সংবাদের মাধ্যমে বান্দরবান জেলার স্বনামধন্য একজন সাংবাদিক হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এনটিভি ও স্থানীয় করেসপন্ডেন্টের সফলতা কামনা করছি।