স্ত্রীকে হত্যার দায়ে কামাল উদ্দিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার (০৯ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুন পাল এই মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। এসময় তাকে ৪০ হাজার টাকা জরিমানাও করেন।
দণ্ডিত কামাল উদ্দিন বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পুর্বচাম্বি ডিগ্রিখোলা এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।
মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলার পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী।
আরো পড়ুন-রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার