1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

উপজেলা ভূমি অফিসে তথ্য সংগ্রহের জেরে সাংবাদিক আটক,১২ ঘন্টা পর মিল্ল জামিন

মোহাম্মদ শহীদুল ইসলাম,নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলা ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক যুগান্তরের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রানাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

গতকাল সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে লোহাগড়া উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুন লায়েল এর অফিশিয়াল মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে দৈনিক যুগান্তর এর লোহাগড়া দক্ষিণ এর প্রতিনিধি মোঃ জাহেদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান,আমরা খবর পেয়ে থানায় নাজিম উদ্দিন রানাকে দেখতে যাই,এসময় তার সাথে কথা বলতে গেলে, পুলিশ আমাদের কথা বলতে দেয় নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক নাজিম উদ্দিন রানার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি এবং এ ধরনের ঘটনার নিন্দা জানায় জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনগুলো।
এদিকে দৈনিক যুগান্তরের লোহাগড়া প্রতিনিধি সাংবাদিক নাজিম উদ্দিন রানার বিরুদ্ধে লোহাগড়া উপজেলা ভূমি অফিসের করা মামলার এজহার সুত্রে জানাযায়,চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দীন পরিদর্শনে থাকা অবস্থায়,তাৎক্ষণিক লোহাগড়া উপজেলা ভূমি অফিস,পরিদর্শন করেন। এসময় তিনি দেখতে পান, ভূমি অফিসের কর্মচারীগণের ব্যস্ততার সুযোগে সন্দেহজনকভাবে সাংবাদিক নাজিম উদ্দিন রানা নিজের মুঠোফোনে অফিসের গুরুত্বপূর্ণ নথি ছবি তুলছেন। এর কারন জানতে চাইলে সাংবাদিক নাজিম উদ্দীন রানা তাৎক্ষণিক কোন লিখিত অনুমোদন অথবা মৌখিকভাবে কোন সদোত্তর দিতে পারে নি।এ ঘটনায় লোহাগড়া উপজেলা ভূমি অফিসের অপিস সহায়ক মোঃ ইব্রাহিম বাদী হয়ে লোহাগড়া থানায় নাজিম উদ্দিন রানার বিরুদ্ধে মামলা করেন।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়া উদ্দীন বলেন,আমি পরিদর্শনে থাকা অবস্থায়,ভূমি অফিসে যাই,সেখানে গিয়ে দেখি অফিসে দায়িত্বশীল কেউ না থাকার সুবাদে দপ্তরের গুরুত্বপূর্ণ কিছু নথির ছবি তুলছেন একজন।যা The Official Secrets Act 1923
Section 3(C) মতে অপরাধ।
আমি তাকে জিজ্ঞেস করেছি।সে জানায় অফিসের গুরুত্বপূর্ণ নথি (কৃষি বন্দোবস্তি মামলা নং-৪৬/২০০৯-১০) এর সংশ্লিষ্ট কাগজপত্র গুলো তিনি নিজেই ড্রয়ার থেকে বের করে ছবি তুলছেন।আমাদের উপজেলা ভূমি অফিস গুলোতে অনেক সমস্যা,অনেক দলীল ও খতিয়ান বিগত সময়ে চুরি ও নস্ট হয়ে গেছে।আমরা অনেক নথি বন্দোবস্ত করতে চাই না,এটা বন্দোবস্ত হওয়া নথি,এই নথি মিসিং হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার।
বিভাগীয় কমিশনার জানান ঘটনার পর লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কে তার মোবাইল যাচাই বাছাই করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়ে আমি চট্টগ্রামে চলে এসেছি।
এদিকে গতকালের ঘটনায় লোহাগড়া থানা পুলিশ আজ মঙ্গলবার (১৫ই জুলাই) তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করলে,বিকেল ৫ টায় চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোতাসিম বিল্লাহ, সাংবাদিক নাজিম উদ্দিন রানাকে জামিনে মুক্তি দেন।
বিষয়টি নিশ্চিত করে যুগান্তর এর দক্ষিণ প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস আরমান জানান বিকেল ৫ টায় চট্টগ্রামের আদালত হতে তার জামিন হয়েছ।

 

আরো পড়ুন –বান্দরবানের লামায় সালিসি বৈঠকে ছুরিকাঘাতে একজন খুন,গ্রেপ্তার পাঁচ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট