বান্দরবানে গভীর রাতে জেলা সদরের পৌর এলাকার,আর্মি পাড়া, ৭নং ওয়ার্ডে, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কার্যালয়ের অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগের জেলা ও ওয়ার্ড পর্যায়ের ১৮ জন নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে বান্দরবান সদর থানায় মামলা দায়ের হয়েছে।
গত ১৪ই জুলাই দিবাগত রাতে বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ডে শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসে ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে,পরে বিএনপি নেতৃবৃন্দরা অভিযোগ করেন নিষিদ্ধ সংগঠন আওমীলীগ ও ছাত্রলীগের যোগসাজশে এই হামলা চালানো হয়।
বৃহস্পতিবার (১৭ই জুলাই) পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল কালাম বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,একেএম জাহাঙ্গীর,যুগ্ম সাধারণ সম্পাদক,মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামীলীগের, সাধারন সম্পাদক শামসুল ইসলাম,জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক,নাজমুল হাসান ভূঁইয়া,সাবেক, জেলা ছাত্রলীগের সভাপতি,রাশেদ চৌধুরী,বীর বাহাদুর কল্যাণ ট্রাস্টের সভাপতি,আনিসুর রহমান সুজন, সাবেক যুবলীগ নেতা, শিবু চৌধুরী,যুবলীগের সাবেক সভাপতি,জামাল চৌধুরী,৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা,বিমল কান্তি দাশ সহ ,রুবেল চৌধুরী,রাজু বড়ুয়া,খলিলুর রহমান,রানা চৌধুরী,মহি উদ্দিন, নাছির উদ্দীন,নূর মোহাম্মদ কালু,সোহেল ভান্ডারী।
মামলার এজহারে বলা হয় আসামিরা পরস্পরের যোগসাজশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে গভীর রাতে পৌরসভার ৭নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস কক্ষে ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়।এতে অফিসের ৫ লাখ টাকার আসবাবপত্র নষ্ট হয়।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),মোঃ মাসুদ পারভেজ জানান শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসে হামলার ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে,বিষয়টি যথাযথভাবে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন –লামায় জুলাই শহীদ দিবস” স্মরণে আলোচনা সভা