1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবে না: বান্দরবান জেলা যুবদল

মোঃ আরিফ, নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো কটূক্তি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বান্দরবান জেলা যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা যুবদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে মুক্ত মঞ্চ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ‘যদি কোনো কুচক্রী মহল বা ষড়যন্ত্রকারী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, তবে যুবদল তার জবাব দাতভাঙা ভাষায় দেবে।’

বক্তারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার সুযোগ নিয়ে সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। একই সঙ্গে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং মিথ্যা গুজব ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে।

জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন—সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক আমিন উল্লাহ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমরসহ জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

আরো পড়ুন  –সীমান্তে সচেতনতামূলক সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহায়তা প্রদান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট