রোয়াংছড়ি উপজেলা ১নং ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে চারা বিতরণ ও ১নং ওয়ার্ড তাইম্রং ছড়া রোডে সড়ক সজ্জিতকরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭জুলাই) রোয়াংছড়ি উপজেলায় ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রান্তিক কৃষকদের কৃষি কার্যক্রমে সহায়তা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রোয়াংছড়ি পাড়া, অংগ্য পাড়া, অংজাই পাড়া, বেংছড়ি পাড়া, অবিচলিত পাড়া, দূর্নিবার পাড়া সহ আরো বিভিন্ন পাড়া ৯টি ওয়ার্ডে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির আওতায় এলাকার প্রায় (৭০ জন) প্রান্তিক চাষীর মাঝে ফলজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি, স্থানীয় সড়কের দু’পাশে শোভা বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ফুলের বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহ্লাঅং মারমা চেয়ারম্যান ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদ তিনি বলেন, “এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখবে।
প্রকল্প সভাপতি অংসিংনু মারমা ২নং ওয়ার্ডে মেম্বার জানান এই কর্মসূচির মাধ্যমে কৃষকদেরকে দীর্ঘমেয়াদে লাভবান করা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
এসময় চাষীদের মাঝে নারিকেল ৭০টি, সুপারি ১৪০টি, লিচু ৭০টি, আমড়া ৭০টি, আম ১৪০টি, কৃষ্ণচূড়া ৫০টি বিতরণ করা হয়।
আরো পড়ুন –
রোয়াংছড়িতে কমিউনিটি ভিত্তিক জলবায়ু পরিবর্তন ও নারীর সহনশীলতা বিষয়ে আলোচনা সভা