“এই চাঁদাবাজদের বান্দরবান পাঠানোর দায়িত্ব আমাদের”
গত ৪ঠা জুলাই জাতীয় নাগরিক পার্টির(NCP) ৬৪ জেলার পথসভার অংশ হিসেবে পঞ্চগড়ে পথযাত্রায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক সারজিস আলমের করা এক মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এরই মধ্যে তার এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বান্দরবানের সুশীল সমাজের ব্যাক্তিবর্গ নেতিবাচক সমালোচনা করেছেন।
এ বিষয়ে বান্দরবানে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতা এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল বলেন,বান্দরবান কোন শাস্তির জায়গা নয়! বান্দরবানে National Citizen Party – NCP এর পদযাত্রায় Md Sarjis Alam ভাইকে এই বক্তব্য প্রত্যাখান করার আহবান জানাচ্ছি!
আমরা বান্দরবানের সাধারণ ছাত্ররা দীর্ঘ দিন লড়াই সংগ্রাম করে আসছি দুর্নীতিবাজদের পানিশমেন্টে বদলি করে বান্দরবান পাঠানোর ট্রেন্ড বন্ধের জন্য।কিন্তু, ৪ জুলাইয়ে তিনি এই বক্তব্য প্রদান করলেন।মুখ ফসকে হোক আর যা ই হোক, উনার উচিত এই বক্তব্য উইথড্র করা।
এদিকে সারজিস আলমের করা মন্তব্যে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন বান্দরবান সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। বান্দরবানের চাকুরীজীবীরা অন্যান্য জেলার চাকুরীজীবীদের তুলনায় অসম্মানীয় বা অযোগ্য নয়।
বান্দরবান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য নিন্দনীয়। এর প্রতিবাদ জানাই। বান্দরবান সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। মনে রাখবেন এক সময় টিভিতে প্রচারিত “ওভার নাইট বান্দরবান পাঠাবো” এই বিজ্ঞাপনটি অগ্রহণযোগ্য বিবেচনায় এর প্রচারণা বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গত মাসব্যাপী দেশ গড়তে গত ১৬ই জুলাই হতে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) গোপালগঞ্জ থেকে শুরু হওয়া এই পদযাত্রার অংশ হিসেবে আজ শনিবার(১৯শে জুলাই) বান্দরবানের প্রেস ক্লাবের সামনে জেলায় সমাবেশ করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
আরো পড়ুন –
বান্দরবানের দারুণ সাফল্য চট্টগ্রাম বিভাগীয় বক্সিংয়ে চ্যাম্পিয়ন, ১০ জন খেলোয়াড় জাতীয় পর্বে