1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

জুলাই শহীদ মেমোরিয়াল প্লান্টেশন উপলক্ষ্যে বান্দরবানে বৃক্ষরোপন কর্মসুচী

মোঃ আরিফ, নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

 

জুলাই শহীদ মেমোরিয়াল প্লান্টেশন উপলক্ষ্যে বান্দরবানে বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, সদর রেঞ্জ কর্মকর্তা মো. শামসুল হক, স্টেশন কর্মকর্তা মো. রাফি-উল-দৌলা সরদার, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপার ভাইজার

মো. জাহাঙ্গীর আলমসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বান্দরবান সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গনে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে আর এর মাধ্যমে সবুজায়নে ভরপুর হবে পুরো প্রাঙ্গন।

 

 

আরো পড়ুন –

‘বান্দরবান’ নিয়ে সারজিসের করা মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট