1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

রাজস্থলী উপজেলাতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সুমন খান, নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির রাজস্থলী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত সড়কের সামনে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতি বিষু সাহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার । বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মেম্বার,সহ সভাপতি ছগির আহম্মদ, যুগ্ন সম্পাদক এমদাদুল হক, উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা,যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুভেল, সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা ,স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মিনহাজ,সদস্য সচিব সিরাজুল ইসলাম,কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, সাংগঠনিক সম্পাদক কালাকুমার তঞ্চঙ্গ্যা, ড়বিএনপি নেতা শহীদ মেম্বার মহিলা দলের সহ সভাপতি শিল্পি বেগম, কালাবী তঞ্চঙ্গ্যা রেবেকা মারমা ইউনিয়ন কৃষকদের মোঃ বেলাল হোসেন শাকিব আহমেদ হিরা সহ এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু দেশের স্বাধীনতার ঘোষকই নন, তিনি একজন আদর্শবান নেতা ও সৈনিক ছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে পরিবেশ রক্ষায় এবং দেশের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

 

 

আরো পড়ুন-

 

লামায় ৪০ হাজার ঘনফুট বালি জব্দ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট