1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

বান্দরবান মৌ-চাষী উন্নয়ন সংস্থার ফলজ ও ঔষধি চারা বিতরণ কর্মসূচি

মোহাম্মদ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

 

বান্দরবানে সমতল ও দূর্গম পাহাড়ি অঞ্চলের প্রান্তিক মৌ চাষিদের ভাগ্য উন্নয়ন ও আর্থিক ভাবে সাবলম্বী করার উদ্দেশ্যে জন্য ২০২৩ সালে গঠন করা হয় বান্দরবান মৌ চাষী উন্নয়ন সংস্থা।

২০২৩ সালে জেলা সদর সহ ৭ টি উপজেলার পাহাড়ের প্রান্তিক কৃষকদের সাথে নিয়ে মৌ-চাষে উদ্ভুদ্ধ করে স্থানীয় বাজারে মধুর চাহিদা পূরন করে দেশের বিভিন্ন জেলায় খাটি মধু সরবরাহের পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বান্দরবান মৌ চাষী উন্নয়ন সংস্থা।

এরই ধারাবাহিকতায় জেলা সদরের কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন এলাকার কৃষক ও জনসাধারণের মাঝে ১০ হাজার চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে এই সংস্থাটি।

বান্দরবান মৌ চাষী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ হানিফ মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মারুফা সুলতানা হীরামনি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গাছের চারাও নিজেদের সন্তানের মতো,এই চারা আপনারা সঠিকভাবে পরিচর্যা করে বড় করলে, পরিবেশে অক্সিজেন সরবরাহ করে আমাদের সবার যেমন উপকার করবে তেমনি,ভবিষ্যতে আপনাদের প্রয়োজনে তা কাজে লাগাতে পারবেন।তাই সকলকে বৃক্ষরোপণে আরো বেশি আগ্রহী করতে সচেতন হতে হবে।

চারা বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য,মোঃ নাছির উদ্দীন।
এছাড়া উপস্থিত ছিলেন মৌ-চাষী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি, মোঃ মোনায়েম উল্লাহ, সাধারণ সম্পাদক,আলী আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক ,চাইসা মং মার্মা সহ সংস্থার অন্যান্ন সদস্য বৃন্দ,বিভিন্ন এলাকা হতে আগত প্রান্তিক কৃষক ও স্থানীয় জনসাধারণ।

 

 

আরো পড়ুন –

রাজস্থলী উপজেলাতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট