1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

বান্দরবানের আলীকদমে শিকারী বন্ধুক নাড়াচাড়া করতে গিয়ে, গুলিতে পর্যটকের মৃত্যু

মোহাম্মদ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

বান্দরবানের আলীকদ‌মের কুরুক পাতার ইউনিয়নের স্মরণী-মরণী এলাকায় ঘুরতে আশা পাঁচ পর্যটক বন্ধু স্থানীয় এক মুরং এর জুম ঘরে তাদের শিকারি গাদা বন্দুক নিয়ে নাড়াচাড়া করছিলেন পর্যটক মির মাহাদ হাসান নাবিল।

বন্দুক নাড়াচাড়ার একপর্যায়ে বন্দুকের গুলি ছুটে যায় পাশে বসা আরেক বন্ধু মো. তোহা বিন আমিন (২২) এর দিকে,এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত পর্যটক তোহা বিন আমিন (২২) ঢাকার ডেমরা থানার, শান্তিবাগ এলাকার আল-আমিন এর পুত্র।।এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আলীকদ‌মের দূর্গম কুরুক পাতা ইউনিয়নের স্মরণী-মরণী এলাকার স্থানীয় বসবাসকারী একজন মুরং সম্প্রদায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কুরুক পাতায় কয়েকজন পর্যটক বেড়া‌তে গি‌য়ে মুরংদের ব্যবহৃত শিকারির একনলা দেশীয় বন্দুক নি‌য়ে নাড়াচাড়া করার এক পর্যায়ে ট্রিগারে চাপ পড়ে পাশে থাকা বন্ধুর গা‌য়ে গুলি লাগে। এতে এক পর্যটক নিহত হন।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শ‌হিদুল্লাহ কাওছার ব‌লেন, মুরংদের শিকারির বন্দুকের গুলিতে এক পর্যটক নিহত হ‌য়ে‌ছে।

এ ঘটনায় পুলিশ জড়িতদের আটক করেছে।বাকি তিন জন কে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।নিহত পর্যটকের পরিবারের সাথে আমার কথা হয়েছে,ঢাকা থেকে উনারা এখন কুমিল্লা পর্যন্ত এসেছেন,আলীকদম পৌছাতে তাদের সময় লাগবে।এ ঘটনায় মামলা সহ পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

 

আরো পড়ুন –

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডেকে নিয়ে অপহরণ,চারদিন পর মিল্ল অর্ধগলিত লাশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট