1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

বান্দরবানে বিজিবি’র বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন

মোহাম্মদ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

বান্দরবানের থানচি উপজেলার ডাকছৈপাড়া এলাকার স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)।

মঙ্গলবার (২৯শে জুলাই) দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এসময় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) মেডিকেল অফিসার, মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি কর্তৃক,উপজেলার ডাকছৈপাড়া এলাকার স্থানীয় গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাসহ সর্বমোট ১০৫ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করে বিজিবি।

থানচি উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকা গুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত।এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্তের দুর্গম পাহাড়ী এলাকাতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

ভবিষ্যতেও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এ ধরণের কল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানানো হয় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)’র পক্ষ থেকে।

 

 

আরো পড়ুন –

পার্বত্য জেলা কে একটা সময় বাংলাদেশের কাজু বাদাম ও কফির জেলা বলা হবে-পার্বত্য উপদেষ্টা, সুপ্রদীপ চাকমা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট