1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

বান্দরবান সেনা রিজিয়নের মানবিক কার্যক্রম পরিচালনা 

মোঃ আবদুর রশিদ,নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

 

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৩০ জুলাই বুধবার বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে এক বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন।

এই কর্মসূচির আওতায় শতাধিক অসহায় মানুষের মাঝে বিভিন্ন জীবনোপযোগী সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল—
গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ সামগ্রী,
আত্মনির্ভরশীলতার লক্ষ্যে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন,একটি দরিদ্র পাড়ার জন্য বিশুদ্ধ পানির উৎস হিসেবে সাবমার্সেবল পাম্প,গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ,ইয়ং স্টার ফুটবল একাডেমিকে খেলাধুলার সামগ্রী,অসুস্থদের জন্য আর্থিক চিকিৎসা সহায়তা,নতুন পাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ ও স্টিলের আলমারি।

সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়ন সদর দপ্তরের জিটুআই মেজর পারভেজ রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলী।

মানবিক এই আয়োজনের সময় মেজর পারভেজ রহমান বলেন,“বান্দরবানে বসবাসরত আমাদের সবার একটাই পরিচয়—আমরা বাংলাদেশি। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে সবাইকে একসাথে চলতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং তা আগামীতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বান্দরবানের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও দায়িত্ব রয়েছে। এজন্য সকলের সহযোগিতার আহ্বান জানান তিনি।

বান্দরবান সেনা রিজিয়নের এই মানবিক উদ্যোগে উপস্থিত স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানান।

 

 

আরো পড়ুন

বান্দরবানে বিজিবি’র বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট