1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা  

মোহাম্মদ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বান্দরবান জেলা সদরে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের যৌথ উদ্যোগে বান্দরবান বাজার ও আশেপাশের এলাকায় পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিন ব্যাবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১শে জুলাই) সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরামনীর নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করা হয়,এসময় বান্দরবান বাজার, বান্দরবান সদর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন সংরক্ষণ করার অপরাধে জরিমানা ধার্যপূর্বক আদায় এবং প্রায় ৮৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম,সহ উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রাকৃতিক পরিবেশে অপচনশীল নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও ব্যাবহার বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

 

আরো পড়ুন

 

পাহাড় কাটার দায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তরের

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট