1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

বান্দরবানে ৭ বছরের শিশু অপহরণের ৪৮ ঘন্টা না পেরুতেই উদ্ধার করেছে পুলিশ,আটক এক

মোহাম্মদ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের,রাঙ্গাঝিরি এলাকার স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী সাইফুল ইসলাম এর ৭ (সাত) বছর বয়সী শিশু অপহরণের ৪৮ ঘন্টা না পেরুতেই অপহৃত শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ এবং অপহরণের সাথে জড়িত কক্সবাজার রামু উপজেলার বাসিন্দা রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার(১লা আগস্ট) বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল করিম স্বাক্ষরি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৩০শে জুলাই দিবাগত রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকায় সৌদি প্রবাসি জনৈক সাইফুল ইসলামের বাড়িতে ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যাক্তি হামলা চালায়,এসময় বাড়িতে সাইফুল ইসলাম এর স্ত্রী শাহেদা বেগম তার ১১ বছর বয়সী কন্যা সন্তান এবং ৭ বছর বয়সী ছেলে সন্তান কে নিয়ে অবস্থান করছিলো।

অপহরণকারীরা বাড়ির ঢেউটিনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে শাহেদা বেগমের ৭ বছর বয়সী সন্তানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরের দিন ৩১শে জুলাই অপহরণকারীরা ভিকটিমের মা শাহেদা বেগমের মোবাইলে ফোন করে ভিকটিমকে প্রাণে হত্যার ভয় দেখিয়ে দশ লাখ টাকা মুক্তিপন দাবী করে।
পরে শাহেদা বেগম বিষয়টি নাইক্ষ্যংছড়ি থামা পুলিশ কে জানালে,জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এর তাৎক্ষণিক নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানা, কাগজীখোলা পুলিশ ফাঁড়ির একাধিক আভিযানিক দল উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে।

এসময় শুক্রবার(১লা আগস্ট) পুলিশের আভিযানিক দল দূর্গম পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী দলের ১ জন সদস্যকে গ্রেফতার করে এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানানো হয় জেলা পুলিশের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

 

 

আরো পড়ুন –

পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা  

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট