সারা দেশের মতো বান্দরবানেও উদযাপিত হয়েছে ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে ৫ আগস্ট (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে সেজেছে। এদেশ থেকে ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেছে। বক্তারা আরও বলেন, আমাদের রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যেন আর কখনো এদেশে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার আমির এস এম আবদুচ ছালাম আযাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত দুইজন ছাত্রকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে জেলার সাতটি উপজেলায় বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আরো পড়ুন
৫ই আগস্টের গণঅভ্যুত্থান দিবসে রাজস্থলী বিএনপির আনন্দ র্যালি