1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

রোয়াংছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

উমংনু মারমা, নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

যুব সমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রশিক্ষণ কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে থাকে। সমনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছাতে হলে যুব সমাজকে দক্ষ উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে।

মঙ্গলবার (১২ই আগস্ট) সকালে রোয়াংছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছর।

এসময় তিনি আরো বলেন যুবসমাজকে ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে, এতে দেশের বেকারত্ব দূর হবে পাশাপাশি আর্থিক সচ্ছলতা ফিরে আসবে।

 

রোয়াংছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং মারমা এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মাকর্তা (ভাঃ) ডা. মোঃ আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন আহম্মদ, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তংঞ্চঙ্গ্যা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন যুব সমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রশিক্ষণ কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে থাকে। সমনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছাতে হলে যুব সমাজকে দক্ষ উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন যুবসমাজকে ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে, এতে দেশের বেকারত্ব দূর হবে এবং আর্থিকভাবে স্বচ্ছ হতে পারবে বলে মনে করেন।

এসময় প্রশিক্ষণপ্রাপ্ত সাতজন যুবককে  যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ছয় লাখ আশি হাজার টাকা চেক বিতরণ করা হয়।

উদ্যোক্তারা জানান যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

 

আরো পড়ুন

বিলাইছড়িতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি, কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট