1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

রাজস্থলী আর্মি ক্যাম্পে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত

সুমন খান, নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিওনে অবস্থিত কাপ্তাই জোনের রাজস্থলী আর্মি ক্যাম্পে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘হেডম্যান ও কারবারি সম্মেলণ’ অনুষ্ঠিত হয়।

১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা রাজস্থলী আর্মি ক্যাম্পে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো: জিয়াউর রহমান।

উক্ত সম্মেলণে আরো উপস্থিত ছিলেন ক্যাম্প উপাধিনায়ক ক্যাপ্টেন এসকে এম সাদমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ জামাল উদ্দিনসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা।

সম্মেলনে উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউনিয়ন চেয়ারম্যান পুচিং মং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা সহ ৮ জন হেডম্যান, ১৬ জন ইউনিয়ন পরিষদ সদস্য (৪ জন মহিলা সদস্য সহ) এবং ৯৮টি পাড়ার ৭৬ জন কারবারি। সর্বমোট ১০২ জন হেডম্যান ও কারবারির স্বত:স্ফূর্ত ও সরব উপস্থিতিতে উক্ত সম্মেলনটি তে এলাকার উন্নয়ণ ও নিরাপত্তা রক্ষা সংক্রান্ত নিম্নলিখিত বিষয়সমূহ উঠে আসে :

ভ্রাতৃত্ববোধ বজায় রেখে জাতি-ধর্ম-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করা।

এলাকার শান্তি রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকল স্তরের জনগনকে উদ্ভুদ্ধ করা।

তরুণ প্রজন্মকে কারিগরি ও ব্যবহার নির্ভর শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা।

শিশুদের সুন্দর ভবিষ্যত গঠণের লক্ষ্যে পারিবারিক পর্যায়ে উদ্যোগ গ্রহণ।

যেকোন মূল্যে হোক এলাকায় সন্ত্রাস, অবৈধ কার্যকলাপ ও মাদকের ব্যাবহার ও বিক্রয় রোধ করা।

নিরাপদ পানির সংস্থান এবং গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমিকভাবে রাস্তা-ঘাট, স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র সংস্কার।

শিশুস্বাস্থ্য ও প্রসূতিসেবায় বিশেষ ভাবে জোর দেয়া ।

সেনাবাহিনীর পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং যুব সমাজকে বিজ্ঞাণ ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে কম্পিউটার প্রশিক্ষণ আয়োজন।

ক্যাম্প কমান্ডার সম্মেলনে উপস্থিত সকলকে দূর-দূরান্ত থেকে আগমনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজস্থলীকে শান্তি ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। কারবারিরা তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যার দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসনের সহায়তায় সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন রাজস্থলী ক্যাম্প কমান্ডার।

উল্লেখ্য, ১৫ জুন ২০২৫ ইং বাংলাদেশ সেনাবাহিনীর ৩৮ বীর কর্তৃক কাপ্তাই জোনের রাজস্থলী সাব-জোন ও বাঙ্গালহালিয়া সাব-জোনের দায়িত্ব গ্রহণ করা হয়।

দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল উক্ত ক্যাম্প আয়োজিত প্রথম সম্মেলন। সম্মেলনটি শান্তি রক্ষা, উন্নয়ন সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর সদা প্রস্তুতির অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়। যেকোনো পরিস্থিতিতে এলাকার সাধারণ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং ভবিষ্যতে এ ধরনের সম্মেলন নিয়মিত ভিত্তিতে আয়োজন করা হবে বলে সেনাবাহিনীর বরাতে জানানো হয়।

 

আরো পড়ুন

 

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার  

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট