1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

বান্দরবানে ফুটবলের বড় আসর সেনা রিজিয়ন কাপ ফুটবল এর সদর উপজেলার উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বান্দরবানের পাহাড়ি জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের মানসম্পন্ন খেলোয়াড়ে পরিণত করার এই মহৎ প্রক্রিয়ার নেতৃত্ব সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দিয়ে যাচ্ছে। সেনাবাহিনী কেবল শান্তি ও নিরাপত্তারক্ষী নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং ক্রীড়া বিকাশে নিরলসভাবে কাজ করছে। এ ধরনের টুর্নামেন্টই একদিন দেশের জাতীয় ফুটবল দলে বান্দরবানের তরুণদের জায়গা করে দেবে।

বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা,বান্দরবান সদর উপজেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন বান্দরবান সেনা জোন কমান্ডার,লেঃকর্নেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।
জেলার এ বছরের সবচেয়ে বড় ফুটবলের আসর বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫।
প্রত্যন্ত পাহাড় থেকে উঠে আসা প্রতিভাবান তরুণ ফুটবলারদের স্বপ্ন আজ মিলিত হলো এক অভিন্ন মঞ্চে।
গতকাল এ আসরের রোয়াংছড়ি উপজেলার প্রাণবন্ত প্রতিযোগিতার সফল সমাপ্তির পর এবার শুরু হলো সদর উপজেলা ভিত্তিক সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫।

আজ,মঙ্গলবার (১৯শে আগস্ট) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।
রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মেজর এম এম ইয়াসিন আজিজ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস এম মঞ্জুরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মারুফা সুলতানা খান হীরামনি,অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ আব্দুল করিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,
এছাড়াও উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সভাপতি,জাবেদ রেজা,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি, আমিনুল ইসলাম বাচ্চু, জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি,আজাহারুল ইসলাম বাবুল।
উদ্বোধনী খেলায় সকালে মুখোমুখি হয় জিটিএল কালাঘাটা বনাম বালাঘাটা একাদশ,বিকেলে মুখোমুখি হয় সাঙ্গু বয়েজ ক্লাব বনাম পুরাতন চড়ুই পাড়া একাদশ।উদ্বোধনী খেলায় পুরাতন চড়ুই পাড়া সাঙ্গু বয়েজ ক্লাবকে ১-০ গোলো পরাজিত করে।

টুর্নামেন্টে আগামীকাল সকাল ৮ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে ইয়াং স্টার ক্লাব সুয়ালক বানাম গুংরু খেশাং অলস্টার ফুটবল টিম এবং বিকেল ৩ টায়

সম্প্রীতি ফুটবল টিম বনাম শারন পাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব এর খেলা রয়েছে।

 

 

আরো পড়ুন

 

বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল এর ফাইনাল অনুষ্ঠিত,প্রান্তিক পর্যায় হতে খেলোয়াড় অন্বেষণ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট