1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

পাহাড়ের অতি দুর্গম বৌদ্ধ বিহার পরিদর্শনে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান

চনুমং মারমা, নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্গত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার অতি দুর্গম এলাকার একটি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন। রাজস্থলি উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের ধনু ছড়ি পাড়ায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার অবস্থিত। বেশির ভাগ গ্রামের বাসিন্দা অতি দরিদ্র, তাই গ্রামটি বড় এবং বাসিন্দাদের সংখ্যা বেশি হলেও তারা বাঁশ বেতের চেয়ে ভালো উপকরণ দিয়ে নিজেদের বৌদ্ধ বিহারটি তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারেনি। শতাধিক পরিবারের প্রায় সবাই বসবাস করে দরিদ্র সীমার নিচে। গ্রামটি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় এবং হাঁটার কোন বিকল্প না থাকায় গ্রামটি উপজেলার অন্যান্য এলাকা হতে যোগাযোগ বিচ্ছিন্নই বলা যায়। বর্ষায় ছোট একটি নদীতে পানি ভরে যায়, তখন স্থানীয়রা নৌকায় চলাচল করেন, তবে বছরের অন্যান্য সময়ে নদী প্রায় শুকিয়ে যায় তখন হাঁটাই একমাত্র চলাচলের মাধ্যম।

ধনুছড়ি পাড়ার বাসিন্দাদের অবস্থার কথা জানতে পেরে এবং দুর্দশাগ্রস্ত পাড়াবাসীদের জন্য কিছু করার তাগিদে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা কিছু সফরসঙ্গী নিয়ে গিয়েছিলেন পাড়াটিতে, উপজেলা সদর হতে কিছু পথ গাড়িতে, কিছু পথ নৌকায়, শেষে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ি পথ ও ঝিড়ি ঝর্ণা পার হয়ে ধনুছড়ি পাড়ায় পৌঁছান তিনি।

ভবেশ চাকমার সফর সঙ্গী হিসেবে ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি মি. মং হলা চিং মারমা, প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প ব্যবস্থাপক এ কে তঞ্চগ্যা, কালব লিমিটেড এর রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক ছা জেন অং ও সোনালী ব্যাংক পি এল সি এর সিনিয়র অফিসার বাবুল মারমা। ধনুছড়ি পাড়ার বৌদ্ধ বিহারটির নাম শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার।

প্রায় শতাধিক পরিবারের পবিত্র বৌদ্ধ বিহারটি কাঠ ও বাঁশ দিয়ে তৈরি বেশ পুরনো। হেলে পড়ে প্রায় ভেঙ্গে পড়া পুরনো বিহারটিকে সাধ্য মত সংস্কার করে সকল ধর্মীয় কার্য সম্পাদন করে আসছে পাড়াবাসী। অতিথি আসবেন জেনে পাড়াবাসীরা বিহার এবং এর আশপাশ বেশ সুন্দর ভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়েছেন, পরিপাটি করে ঢেকে রাখার চেষ্টা করেছেন বিহারটির জীর্ণাবস্থা।

পাড়াবাসীদের অভিযোগ অত্যন্ত দরিদ্র এবং দুর্গম হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসন কেও তাদের ভাল মন্দ খোঁজ খবর রাখে না। বিহার সংস্কার বা নতুন নির্মাণের বিষয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও কোন সুফল মেলেনি তাদের। অতিথিদের কাছে তারা একটি বিহার নির্মাণের অনুরোধ করেছেন।

 

 

আরো পড়ুন

 

বান্দরবানে চাঁদের গাড়ি দুর্ঘটনায় এক নারী নিহত,আশংকাজনক ৩ জনকে পাঠানো হয়েছে চট্টগ্রামে 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট