1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

রুমায় নাবালিকা শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ছাত্র পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

পাহাড়ে অব্যাহতভাবে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ অনেক সময় তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। অবিলম্বে অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত একই সঙ্গে অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হেডম্যানের বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি থেকে।

বৃহস্পতিবার(২১শে আগস্ট) বিকালে বান্দরবানের রুমার পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ৫ যুবকের দলবদ্ধ গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত হেডম্যানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ,বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল এর সভাপতিত্বে, বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য, মোহাম্মদ নাছির উদ্দিন,মাওঃ আবুল কালাম আজাদ, মোঃ এরশাদ চৌধুরী,রিয়াজুল হাসান সহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

 

 

আরো পড়ুন

বান্দরবানে ৫ম শ্রেণির শিশু ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে উত্তাল পাহাড়ি,বাঙ্গালী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট