বান্দরবানের লামায় সড়কের পাশের ঝোপ থেকে আশরাফুল ইসলাম (১৮ মাস) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউপির পাগলির আগা সড়কের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল ইসলাম (১৮ মাস) ওই এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত রবিবার (২৪ আগষ্ট) দুপুরে শিশু আশরাফুল ইসলাম বাড়ির আঙ্গীনায় খেলছিল। তার মা বাড়ির কাজ শেষ করে ছেলেকে আঙ্গীনায় দেখতে না পেয়ে প্রতিবেশীরাসহ কয়েকদিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে আজ বিকেলে সড়কের পাশে ঝোপের ভেতর থেকে পচা দুর্গন্ধ আসায় মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়।পরে আজ বিকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে লামা থানা পুলিশ।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরো পড়ুন
লামার ইয়াংছা ব্রীজ নির্মাণে যুগান্তকারী পরিবর্তন এসেছ এই অঞ্চলে