1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

বান্দরবানে প্রান্তিক তরুণদের কণ্ঠে উঠছে স্বাস্থ্য অধিকারের দাবি

মোঃ আরিফ,নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

 

পাহাড়ি জনপদ বান্দরবান জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি। ঘন ঘন ভূমিধস, পাহাড়ি বন্যা, খরা ও যোগাযোগ বিচ্ছিন্নতার মতো সংকটে স্থানীয় জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই ভুগছে।

এসব প্রভাব কেবল জীবিকায় নয়, বরং তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। এ বাস্তবতাকে সামনে রেখে আজ বান্দরবানে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিভাগীয় যুব কর্মশালা।

কর্মশালায় বান্দরবানের বিভিন্ন পাহাড়ি ও প্রান্তিক সম্প্রদায়ের ৩০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

তারা জানান, মৌলিক স্বাস্থ্যসেবার ঘাটতি, দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্র, পরিবহন সমস্যা এবং দারিদ্র্যের কারণে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ছে। এর ফলে তরুণরা বিশেষত জরুরি সময়ে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন।

সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডার অর্থায়ন এবং ইউএনএফপিএ বাংলাদেশের সহায়তায় সিরাক-বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে। এর মূল উদ্দেশ্য ছিল জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের অভিজ্ঞতা নীতিনির্ধারণে প্রতিফলিত করা এবং ভবিষ্যৎ কার্যকর নীতি প্রণয়নের জন্য সুপারিশ সংগ্রহ করা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাক-বাংলাদেশ এর উপপরিচালক (প্রোগ্রাম) সেলিম মিয়া এবং প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন ডা. রোখসানা ইয়াসমিন, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার, ইউএনএফপিএ বাংলাদেশ।

সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. লেনিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা উপপরিচালক সুপন চাকমা।

বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. লেনিন তালুকদার বলেন, “আজকের কর্মশালায় তরুণদের মতামত আমাদের নীতি প্রণয়নে দিকনির্দেশনা দেবে।

প্রান্তিক তরুণদের অংশগ্রহণে গড়ে উঠবে এমন একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যনীতি, যা শুধু হাসপাতাল নয়, সমাজের মানসিকতাও পরিবর্তন করবে। যুব নেতৃত্বের সঙ্গে সরাসরি সংলাপ স্বাস্থ্যসেবাকে আরও দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করবে।

সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস. এম. সৈকত অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে বলেন, ‘কর্মশালায় তরুণদের কাঠামোবদ্ধ প্রশ্নপত্র ও দলীয় আলোচনার ভিত্তিতে প্রস্তুত শ্বেতপত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে, যাতে প্রান্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পাহাড়ি তরুণদের চাহিদা নীতিতে প্রতিফলিত হয়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।এর মাধ্যমে মতামত প্রদান করেন। বিশেষজ্ঞরা সেই অভিজ্ঞতা থেকে প্রাসঙ্গিক নীতিগত সুপারিশ তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশের প্রোগ্রাম লিড শাহীনা ইয়াসমিন, এডভোকেসি স্পেশালিস্ট মিজানুর রহমান আকন্দ, ইনোভেশন অ্যান্ড ইয়ুথ স্পেশালিস্ট মো. নাজমুল হাসান, ফাইন্যান্স ও অ্যাডমিন কো-অর্ডিনেটর ওমর ফারুক খান এবং কমিউনিকেশন অফিসার এনামুল হক রনি।

 

আরো পড়ুন

 

বান্দরবানে প্রথম পর্যায়ে ৩০ জন ভিক্ষুক পেলো আত্মকর্মসংস্থানের নতুন পথ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট