বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন (টিভিসি) ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউছার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা.এখিং মারমা,থানার অফিসার ইনচার্জ (ওসি), এম জাকের আহমেদ, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, বিশ্বনাথ তংঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, চনুমং মারমা শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি জনাব, মেহেদী হাসান কাউছার বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে। এজন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মারমা
টাইফয়েড টিকা সপ্তাহ চলাকালীন সময়ে ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের টিকা প্রদানের জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়।
আরো পড়ুন
মারমা বাজারে কোন হাসিল দিবেন না,এটা আপনাদের অধিকার – অধ্যাপক থানজামা লুসাই